ইঁদুরের গজদন্ত : হাতির মতো তার দুটি দাঁত

সিউড়িতে একটি বিশেষ সংবাদে হইচই ফেলে দেয় । সময়টি ছিল 1964 সালের ডিসেম্বর মাস । খবরটি ছিল সিউড়ি শহরে একটি অদ্ভুত ইঁদুর ধরা পড়েছে ।



 



ইঁদুরের গজদন্ত
আলোচ্য ইঁদুরগুলির মধ্যে একটির আলোকচিত্র

ইঁদুরের আবার 
হাতির মতো দুটি দাঁত ।  আসলে ইঁদুরটির এই গজদন্তের কারণ হলো ক্ষতিকারক জেনেটিক পরিব্যক্তি বা মিউটেশন । কিছু দিন পরে একই স্থান থেকে আরো দুটি গজদন্ত যুক্ত ইঁদুরের বাচ্চা পাওয়া গিয়েছিল । কিছুদিন পরে ইঁদুর তিনটি মারা যায় । মৃত অবস্থায় ইঁদুর তিনটি সিউড়ি বিদ্যাসাগর কলেজে প্রাণিবিদ্যা বিভাগের সংগ্রহ শালায় সংরক্ষিত আছে। আসলে ইঁদুরটির এই গজদন্তের কারণ হলো ক্ষতিকারক জেনেটিক পরিব্যক্তি বা মিউটেশন । তথ্য সংগ্রহ সৌজন্যে : কাঞ্চিদেশ পত্রিকা, সম্পাদক-শ্যামচাঁদ বাগদি, শীত সংখ্যা 1415, পৃ-12 

Comments

Popular posts from this blog

বড়মহুলা কড়িধ্যা কালী মন্দির

শ্যামচাঁদ বাগদির চিত্রশিল্প