বড়মহুলা কড়িধ্যা কালী মন্দির

দেবী মায়ের গর্ভগৃহ এর সামনেই পূজনীয় অঘোর নাথ বন্দ্যোপাধ্যায় এর সমাধি মন্দির

আলোকচিত্রী-শ্যামচাঁদ বাগদি

ইনি একজন স্থানীয় প্রভাবশালী জমিদার ছিলেন।

 আলোকচিত্রী-শ্যামচাঁদ বাগদি

সমাধি মন্দিরটি শ্রীযুক্ত চণ্ডীপদ বন্দ্যোপাধ্যায় কর্তৃক নির্ম্মিত।


দেবী মায়ের স্বপ্নাদেশ পেয়ে 
পূজনীয় অঘোর নাথ বন্দ্যোপাধ্যায় এই 
বড়মহুলা কালী মন্দিরটি তৈরি করেদেন।প্রধান গেটের ভেতরে এক ফলকে খোদায় করা আছে---

আলোকচিত্রী-শ্যামচাঁদ বাগদি

সেবক মহেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর পুত্র শ্রী অঘোর নাথ বন্দ্যোপাধ্যায় সাকিম কড়িধ্যা সন 1329 সাল মাহ শ্রাবণ। 
আলোকচিত্রী-শ্যামচাঁদ বাগদি

শান্ত নির্জন স্থানে দেবী মায়ের মন্দির।সিউড়ি থেকে প্রায় 4 কিমি দূরে এই বড়মহুলা কালী মন্দির।
আলোকচিত্রী-শ্যামচাঁদ বাগদি

 তবে বেশীর ভাগ মানুষের কাছে দেবী মা বরমৌল মা কালী নামেও পরিচিত।এই গ্রামের দক্ষিণ দিকে বহু পুরনো একটি বট গাছ।বট গাছের সঙ্গে আরো চার-পাঁচ রকমের গাছ জড়িয়ে রয়েছে ।স্থানীয় মানুষজন বলে থাকেন, প্রায় 350 বছর আগে এই গাছের নিচে এক মাতৃ সাধক বসবাস করতেন
।তিনিই প্রথম এই দেবী মায়ের সাধক ছিলেন।গ্রামের এক খ্যাপা ছেলে সাধকের নিত্য সেবা করতেন ।এবিষয়ে গ্রামবাসীদের মুখে অনেক কথা শোনা যায়। 

Comments

Popular posts from this blog

ইঁদুরের গজদন্ত : হাতির মতো তার দুটি দাঁত

শ্যামচাঁদ বাগদির চিত্রশিল্প